অনলাইন ডেস্ক: সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রের পুরো সংস্কারের জন্যই অবিলম্বে নির্বাচন দিতে হবে। মিয়া গোলাম পারওয়ার বলেন, প্রশাসনসহ সব জায়গায় পতিত আওয়ামী লীগের দোসরা এখনো বহাল রয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে দাবী করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এই নেতা।
Leave a Reply