অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে ক্ষমতাসীন সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সর্বগ্রাসী দুর্নীতিতে ডেঙ্গু পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতির ওপর এক সংবাদ সম্মেলনের মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গুজ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণেই ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘নিম্নমানের কিট ও সরকারের উদাসিনতার জন্য আমরা জানি না, কি পরিমাণ ডেঙ্গুরোগী রয়েছে। আসল রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি হবে তা অনুমেয়। ২০০০ সাল থেকে ডেঙ্গুকে আমরা চিনেছি, জানছি। ২০১৮ সালে এসে তা বিভীষিকাময় রুপ দেখায়। ডেঙ্গুতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কিন্তু, সরকারের এসব নিয়ে চিন্তা নেই, উদ্যোগ নেই।’
এ সময় ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply