দৈনিক শিক্ষা নিউজ ডেস্ক : অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মজুতদারি, কালোবাজারি ও এলসি খোলা নিয়ে দুই নম্বরিকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবো।
তিনি বলেন, ‘রোজা বা উৎসবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিশ্বের কোথাও উৎসবের সময় জিনিসের দাম বাড়ানোর চেষ্টা হয় না। রোজার মাসে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই রোজার মাসে মানুষ যাতে কষ্ট না পায়। কেউ মজুদ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply