ক্রীড়া ডেস্ক : শারজায় তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে ।
তবে প্রথম খেলায় আফগানিস্তানের কাছে হেরে এরইমধ্যে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
ব্যাটসম্যানদের এই রান খরা থেকে বেরিয়ে আসাই এই সিরিজে বড় চ্যালেঞ্জ। তবে, প্রথম খেলার ভুল শুধরে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য দ্বিতীয় খেলায় জয় দিয়ে ঘুরে দাঁড়ানো।
অন্যদিকে, প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে দারুন পারফরমেন্স করেছে আফগানিস্তান। দ্বিতীয় খেলায়ও সেই ধারা অব্যাহত রাখতে চায় আফগানরা।
Leave a Reply