কদিন পরেই পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। সেই লক্ষ্যে এরই মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এ তালিকায় অবশ্য জায়গা হয়নি ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চারের।
বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না হলেও ভারতে যাবেন ইনজুরি জর্জরিত আর্চার। আর সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বিশ্বকাপে আর্চারকে নিয়েই ভারতে যাবেন ইংলিশরা। অন্যদিকে, ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট বলেন, রিজার্ভ ক্রিকেটার হিসেবে আর্চারকে বিশ্বকাপে নেয়া হবে।
রাইটের ভাষ্যে, ‘জোফরা আর্চার ভারতে দলের সঙ্গে যাবে। সে রিজার্ভ খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে।’
Leave a Reply