নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা নিজেদের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দেখা গেছে।
অন্যদিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছেন। জিরো পয়েন্টে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
সকালে সেখানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৬ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এদিকে, আওয়ামী লীগ ও ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচিতে পুরো গুলিস্তান জুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্ত ব্যবস্থা। পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবিও।
Leave a Reply