এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ইরানে গিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। দলের সঙ্গে দেশটিতে যান ক্রিস্টিয়ানো রোনালদোও। সেখানে যাওয়ার পর থেকেই রোনালদোকে এক নজর দেখতে উন্মুখ হয়েছিলেন পশ্চিম এশিয়ার দেশটির ফুটবলপ্রেমীরা। তবে তাতে কেউ সফল হয়েছেন, কারো আবার মন খারাপের পাল্লা ভারী হয়েছে।
ইরানে অবশ্য এএফি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ের দেখা পেয়েছে আল নাসর। এদিন রোনালদো গোল না করলেও স্বাগতিক ক্লাব পেরসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে সৌদির ক্লাবটি। তবে মাঠে গোল না পেলেও নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।
ইরানে আল নাসর ফুটবল দল অবস্থান করছিল পাহাড়-লাগোয়া এক হোটেলে। ইরানের ফুটবলপ্রেমীরা রীতিমতো পাহাড় বেয়ে উঠেছেন রোনালদোকে একনজর দেখতে। ১০ জনে পরিণত হওয়া ইরানের ক্লাব পেরসেপোলিসকে হারানোর ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে (ড্র ও জয় মিলিয়ে) অপরাজিত রইলেন রোনালদো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।
ইরানের ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে গোল আদায় করতে ব্যর্থ হয় রোনালদোর আল নাসর। তবে দ্বিতীয়ার্ধে দুইটি গোলের দেখা পায় সৌদি লিগের ক্লাবটি। পেরসেপোলিস রাইটব্যাক দানিয়াল এসমায়েলিফায়ের আত্মঘাতী গোলের পর আল নাসরকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম।
Leave a Reply