ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রলিতে থাকা ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের ভান্ডারীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের রাজিব মিয়া ও কুরুয়াপাড়া গ্রামের সাব্বির হোসেন।
তারাকান্দা থানার এসআই আব্দুল মালেক জানান, মঙ্গলবার ভোরে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি ইটভর্তি ট্রলিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রলিটি উল্টে ইটের নিচে চাপা পড়ে ওই দুই শ্রমিক মারা যান। ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক।
Leave a Reply