ইন্দোনেশিয়ার বালি সাগর এবং এর উপকূলীয় অঞ্চলে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার নিচে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেঙ্গারার বাংসালের কাছে ভূপৃষ্ঠ থেকে ৫২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, সমুদ্রতলের গভীরে ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই।
Leave a Reply