দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদক : ঐতিহ্যবাহী অস্কার ইন্টারন্যাশনালের ‘ওসাকা টিভি’ ও উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস ‘ই-বিডিবাজার’র বানিজ্য চুক্তি সম্পন্ন হল। রোববার, ৩ অক্টোবর রাজধানীর নবাবপুর রোডের কাপ্তান বাজার কমপ্লেক্স অস্কার ইন্টারন্যাশনালের কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, ই-বিডিবাজারের চেয়ারম্যান বাবুল হৃদয়, নির্বাহী পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী এবং ‘অস্কার ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান এম ফারুক হাসান খান ও প্রতিষ্ঠানটির সিইও আবরার ফাহিম খান। ‘অস্কার ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান এম ফারুক হাসান খান বলেন, ‘ই-কমার্স মার্কেটপ্লেস ই-বিডিবাজারের শুভযাত্রায় সঙ্গী হতে পেরে ভালো লাগছে। প্রায় দুইযুগ হল ‘ওসাকা টিভি’ বিশ্বস্থতার সঙ্গে ব্যবসা করে আসছে। আগামী দিনেও তা অক্ষুন্ন থাকবে ইনশাআল্লাহ। আমদের টিভির কমপ্লিন খুব কম। আশা করি আমাদের যৌথ এই পথচলা দীর্ঘ ও নিরবচ্ছিন্ন হবে।’ ‘ই-বিডিবাজার’র চেয়ারম্যান বাবুল হৃদয় বলেন, ‘ই-বিডিবাজার একটি ব্যতিক্রমী ও উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস। গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে ই-বিডিবাজার। বাজার যাচাই করে মানের দিককে প্রাধান্য দিয়ে আমরা ঐতিহ্যবাহী অস্কার ইন্টারন্যাশনালের ‘ওসাকা টিভি’ রাজারজাতে মনস্থির করেছি। আশা করি এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন সফল হবে।’ এর আগে আরও বেশ কয়েকটি কর্পোরেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ই-বিডিবাজার। বিশ্বখ্যাত কসমেটিক পণ্য গার্নিসের (ট্রাস্টবিডি) সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে দেশের ব্যতিক্রমী ই-কমার্স মার্কেটপ্লেস ‘ইবিডিবাজার’। এছাড়াও সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড, ‘ফ্লিংএক্স’ কুরিয়ার সহ বেশকিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
Leave a Reply