বিরাট কোহলি-লোকেশ রাহুলের দুর্দান্ত শতকে ৩৫৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ম্যান ইন গ্রিনরা থামে ১২৮ রানেই। ফলে ২২৮ রানের রেকর্ড হারের সাক্ষী হয় বাবর-রিজওয়ানরা। এদিকে এমন হারের পর পাকিস্তান দলে দেখা দিয়েছে আরেক শঙ্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন দলের দুই সেরা পেসার হারিস রউফ এবং নাসিম শাহ
প্রথম দিনে ভারত-পাকিস্তান ম্যাচে খেলা হয়েছিল ২৪.১ ওভার। বৃষ্টির কারণে ম্যাচ রিজার্ভ ডে তে গড়ালেও কাল পাকিস্তানের হয়ে মাঠে নামতে পারেননি পেসার রউফ। তার চোট নিয়ে শঙ্কা থাকায় টিম ম্যানেজমেন্ট তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
এদিকে ভারতের বিপক্ষে ২২৮ রানের হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলে শারীরিক অস্বস্তিতে ভুগছেন রউফ এবং নাসিম। তাই বিশ্বকাপের আগে এ দুজনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। ফলে বিকল্প হিসেবে এ দুজনের বদলে দলে ডাকা হয়েছে দুই পেসার জামান খান এবং শাহনেওয়াজ ধাহানিকে।
এক বিবৃতিতে পিসিবি পক্ষ থেকে বলা হয়, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে হারিস রউফ ও নাসিম শাহের অস্বস্তির কারণেই অন্তর্ভূক্ত করা হচ্ছে তাদের। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে পিসিবি জানিয়েছে, আগামী সাত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে নাসিম এবং রউফকে। ফলে টুর্নামেন্টে এ দুই তারকা পেসারকে পাকিস্তান দলে পাবে কিনা তা নিয়েও জেগেছে ঘোর শঙ্কা।
বিবৃতিতে বলা হয়, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারে দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে কেবল তাদের রিপ্লেসমেন্টের আবেদন করবে।’
সাত দিনের মাঠের বাইরে থাকতে হলে রউফ এবং নাসিমকে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাবে না পাকিস্তান। একই সঙ্গে ফাইনালে ওঠলে শিরোপা জয়ের ম্যাচেও এ দুজনকে না পাওয়ার শঙ্কা রয়েছে।
Leave a Reply