ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতা সেলিম পারভেছ বলেন, ‘রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে নিহতদের আরেক সহোদর আরাফাতসহ পাঁচজন মিলে সৈকতে ঘুরতে যায়। সেখানে হাঁটু পানিতে নামলে জোয়ারের সময় ভেসে যায় তারা।’ ওমানে আরব সাগরের জোয়ারের পানিতে তলিয়ে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আল শিফা সৈকতে স্থানীয় সময় রোববার মধ্যরাতে তারা পানিতে তলিয়ে গেলে সোমবার সকালে ওমানের রয়েল পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই ভাই হলেন- চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার প্রয়াত আহমদ সওদাগরের ছেলে ১৮ বছর বয়সী মো. আব্বাস ও ১৬ বছর বয়সী আজাদ হোসেন।
নিহত দুজন দেশটির রাজধানী মাস্কাটের একটি স্কুলে পড়াশোনা করতেন এবং পরিবারসহ ওমানের রাজধানীতে হামিরিয়া এলাকায় বসবাস করতেন। ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতা সেলিম পারভেছ বলেন, ‘রোববার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিহতদের আরেক সহোদর আরাফাতসহ পাঁচজন মিলে সৈকতে ঘুরতে যায়। সেখানে হাঁটু পানিতে নামলে জোয়ারের সময় ভেসে যায় তারা। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরদিন তাদের মরদেহ উদ্ধার করে ওমান রয়েল পুলিশ।’ বর্তমানে তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজান বলেন, ‘নিহতরা ৬ ভাই। বাবা-মাসহ ওমানে থাকতেন তারা। তবে মাস ছয়েক আগে তাদের বাবা অসুস্থ হলে তাকে নিয়ে দেশে আসেন বড় তিনভাই ও মা। সম্প্রতি দেশে তাদের বাবা মারা যান। তাদের বড় তিন ভাই ও মা এখনও দেশেই আছেন।’
Leave a Reply