রাজধানীর কমলাপুর রেলস্টেশনের গেটের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।
বুধবার বেলা ২টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মতিঝিল থানার এসআই কমলেশ চন্দ্র রায় জানান, ঐ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির। কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন। গত ৩-৪ দিন যাবৎ তাকে স্টেশনের ৬ নম্বর গেটের পাশে ফুটপাতে দেখা যাচ্ছিলো। পথচারীদের অনেকে খাবার কিনে দিতেন তাকে।
তিনি জানান, দুপুরে তাকে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই থানায় খবর দেন। তখন সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তার পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ নেয়া হবে। এরপরও যদি পরিচয় শনাক্ত না হয় তাহলে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।
Leave a Reply