রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে লিটন ভূঁইয়া (৩৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন কুমিল্লার তিতাস উপজেলার পাতা কান্দি ঐশারচর গ্রামের গণি ভূঁইয়ার ছেলে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনের ওপর পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি জানান, আমরা জানতে পেরেছি কমলাপুর রেলস্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে ট্রেন প্লেস করার সময় কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
এই সংবাদ শুনে মৃতের স্বজনরা ছুটে আসেন। তারা জানিয়েছেন, লিটন ভূঁইয়া বিভিন্ন কোম্পানির মালামাল কিনে দোকানে দোকানে সাপ্লাই দিতেন।
Leave a Reply