1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কারিগরি শিক্ষা অধিদপ্তর অবরুদ্ধ - https://khoj24bd.com
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষা অধিদপ্তর অবরুদ্ধ

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫ Time View

দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদন : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ ও মানন্নোয়নের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজসমুহে ১৮-২৩ বছরের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, ৬৪টি টিএসসিতে ২০০৪ সালের পর থেকে কোন কারিগরি শিক্ষক নিয়োগ প্রদান না করায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত কারিগরি শিক্ষকগণ ৩-৪ গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। নিয়মিত কোর্স ১ম ও ২য় শিফটের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সাথে অতিরিক্ত কোর্স হিসেবে ২০১৭ সাল হতে ২০২০ সাল পর্যন্ত বিনা পারিশ্রামিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলতার সাথে পরিচালনা করেছে শিক্ষকরা। ২০২১ সালে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকলে ২৬৯৫ টি পদ এবং ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ৬৪০০টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করলেও দীর্ঘ ১৮ বছর রাজস্ব খাতের চাকরি করে নিয়োগ বিধি ২০২০ এবং সরকারি চাকরি আইন এর বিধি ৮(১) পদোন্নতির সকল শর্ত পূরণ থাকার পরেও দেশ-বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত এই দক্ষ শিক্ষকগণকে পদোন্নতি প্রদান করা হচ্ছে না।

টিএসসিতে কর্মরত শিক্ষকগণ দীর্ঘ দিন (প্রকল্পের চাকরিসহ ২২-২৩ বছর) চাকরি জীবন অতিবাহিত করায় তাদের মূল বেতন পদোন্নতির পর প্রাপ্য বেতন অপেক্ষা অধিক। তাই ঐ সকল শিক্ষকগণকে পদোন্নতি প্রদান করা হলে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে না বলেও জানান তারা।

দেওয়ানগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর সিদ্দিক আহমেদ বলেন, শিক্ষকদের পদোন্নতি,সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করলে টিএসসিতে কর্মরত শিক্ষকগণের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।

ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান হাওলাদার বলেন, কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে সরকার সিলেকশন গ্রেড, টাইমস্কেল, ওভারটাইম, লভ্যাংশ, বোনাসসহ বিভিন্ন প্রণোদনা প্রদান করে থাকেন। কিন্তু টিএসসিতে কর্মরত শিক্ষকগণ ১৮ বছর রাজস্ব খাতের একই পদে কর্মরত থাকার পরও কোন সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করা হয় নাই। এতে করে দেশের কারিগরি শিক্ষকগণ হতাশার মধ্যে রয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

টিএসসিতে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল সিলেকশন গ্রেডের দাবিতে বার বার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পত্র দেয়া সত্ত্বেও দাবিসমূহ বাস্তবায়নের কোনরূপ দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে উল্টো নতুন নিয়োগের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

নতুন নিয়োগের আগে ১৮ থেকে ২৩ বছরের অভিজ্ঞ কর্মরত শিক্ষকদের পদোন্নতি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের জোর দাবি জানান টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এবিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, “শিক্ষকদের দাবী-দাওয়া আমরা শুনেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নেতাদের সাথে আলোচনা করে মন্ত্রণালয়কে উক্ত বিষয়ে সুপারিশ করা হবে।

সারাদিন কর্মসূচি পালনের পর মহাপরিচালকের সাথে শিক্ষক নেতাদের বৈঠক শেষে বিকাল ৪ টায় শিক্ষকরা তাদের মানববন্ধন প্রত্যাহার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews