হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল (১৯ জানুয়ারি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থাপনা উদ্বোধন (ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি) করবেন। পরে শিক্ষকদের মাঝে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, গবেষণা পত্রের বিশেষ কতগুলো দিক বিবেচনায় শিক্ষকদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তবে কতজনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটা এখনই জানাতে চাচ্ছিনা। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষকদের মাঝে গবেষণার প্রবণতা বৃদ্ধি পাবে।
Leave a Reply