মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ‘কালাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠন’ এর ১৭ বছর পূর্তি উপলক্ষে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন ও অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন কালাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান। এছাড়াও বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসাইন রিপন সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ চেয়ারম্যান, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমুল হাসান কিরন, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদেক পাঠান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, বলরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার নাছিমা আক্তার, আলাউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, সংগঠনের সভাপতি হযরত আলী ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কালাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মানবতাবাদী এ সংগঠনটি দীর্ঘ ১৭ বছর ধরে প্রধান উপদেষ্টা নাজমুল হাসান কিরন এর নেতৃত্বে সামাজিক উন্নয়ন মূলক কাজ ও অসহায় মানুষদের নানা রকম সহযোগিতা করে যাচ্ছেন।
Leave a Reply