আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর সাড়ে পাঁচ মাস পর যুদ্ধ বন্ধে প্রথম কোন বড় সিদ্ধান্তে আসতে পারলো বিশ্ব মোড়লরা।
সোমবার আলজেরিয়ার উত্থাপন করা এই প্রস্তাবে অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে আমেরিকা ভোটদানে বিরত ছিলো।
প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য। বহুল প্রতিক্ষীত প্রস্তাবটি জাতিসংঘে পাস হওয়ায় একে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও চীন। আর আমেরিকা ভেটো দেয়া থেকে বিরত থাকায় ওয়াশিংটনকে সাধুবাদ জানিয়েছে বেইজিং। এদিকে, প্রস্তাবে আমেরিকা ভেটো না দেয়ায় ক্ষোভ জানিয়েছে ইসরাইল।
Leave a Reply