গাজীপুর সংবাদদাতা: বকেয়া বেতনের দাবিতে আজ দ্বিতীয়দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল শনিবার সকাল নয়টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের মালিকের বাড়ি এলাকার টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করছে।
শ্রমিকরা জানান, তারা বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না।
এদিকে, মহাসড়ক অবরোধের কারণে উভয়েদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় যানবাহনের চালক ও সাধারণ পথচারিও চরম ভোগান্তিতে পড়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। মালিক পক্ষের সাথে কয়েক দফ আলোচনা হয়েছে। এই সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে। মানুষজনকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুতই সমস্যার একটি সমাধান হবে বলেও তিনি জানান।
Leave a Reply