চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। কাঠঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- মো. বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো.আল-আমিন (৩৯)।
র্যাবের বিজ্ঞপ্তিতে সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, শনিবার ভোরে একটি ট্রাককে থামার সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। পরে কৌশলে ট্রাকটি থামিয়ে তিন জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ট্রাকটিতে চোরাইভাবে সংগৃহীত ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply