চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা মোবাইল হাতিয়ে নেয় একটি চক্র। কসমেটিকস ব্যবসায়ী মোহাম্মদ দুলাল হোসেনকে রোববার দুপুরে অজ্ঞাত ফোন থেকে বলেন ঈদ উপলক্ষে বেশকিছু কসমেটিকস সামগ্রী পাইকারি লাগবে। আপনি সাগরিকা মোড়ে আসলে ভালো হয়।
ওই মোড়ে আসলে কথাবার্তা ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে ব্যবসায়ী দুলালকে আটকে মারধর করে। নগদ টাকা, সোনার আংটি, রোলেক্স ঘড়ি, মোবাইল নেওয়ার পর নগদ অ্যাপস হতেও পিনকোড নিয়ে টাকা তুলে নেয়। প্রায় ৭৪ হাজার টাকা আদায় করে ভুয়া ডিবি পুলিশ।
এ বিষয়ে ব্যবসায়ী দুলাল পাহাড়তলী থানায় একই দিন রাতে মামলা দায়ের করলে পুলিশ গোয়েন্দা তথ্য ও এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অভিযান শুরু করে।
মঙ্গলবার গভীররাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানার এসআই মনিরের নেতৃত্বে রাকিবুল হাসান, শাহাবুদ্দিন, সাদমান ফয়েজ, মোহাম্মদ ইসমাইল, ওমর বিন কিবরিয়াকে ছিনতাইকৃত টাকা, ঘড়ি, মোবাইল, আংটি জব্দ ও অপরাধে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা চট্টগ্রামের মুরগির ফার্ম এলাকায় ভাড়া ঘরে থাকে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহ যুগান্তরকে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে এই চক্রটি অপকর্ম করে যাচ্ছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন।
Leave a Reply