নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার অভ্যত্থানের পর দেশের মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে। বিপ্লবের ফসল নতুন বাংলাদেশের সংস্কারে সবার পরামর্শ চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর আবিস্কার ‘বোস-আইনস্টাইন কোয়ান্টাম স্ট্যাটিসটিকসে’র শতবর্ষ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে সরকার বদ্ধ পরিকর জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে আমরা কারো কাছে যাবো না, বরং পুরো বিশ্ব আমাদের কাছে আসবে।
Leave a Reply