টানা ১৩ ওয়ানডে জয়ের রেকর্ড শ্রীলঙ্কার সামনে। বাংলাদেশকে হারিয়েই আরেকবার নিজেদের সামর্থ্য দেখাতে চান। সুপার ফোরে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
সুপার ফোরে পাকিস্তানের কাছে একরকম উড়ে গেছে টাইগাররা। লাহোরে বাজে ব্যাটিং করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে আত্মবিশ্বাস নিয়েই তাদের মোকাবিলা করবে লঙ্কানরা।
সাম্প্রতি সময়ে বাংলাদেশের মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডাররা মোটেও জ্বলে উঠতে পারছে না। সেই সুযোগটা কাজে লাগাতে চায় স্বাগতিকরা। তাই এই ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না শ্রীলংঙ্কা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগ্রহী তারা। ফলে কুশল পেরেরা, দুশান হেমান্থা, বিনুরা ফার্নান্দো ও প্রামোদ মাদুশানকে আজকের ম্যাচেও দেখা যাবে না।
শ্রীলংকা সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।
Leave a Reply