ঠাকুরগাঁও আদালতে হাজিরা দিতে গেলে বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। একই দিন রুহিয়া মহিলা আওয়ামী লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে বিএনপির নেতাকমীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিরা পরবর্তীতে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। বুধবার আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের অস্থায়ী জামিনের শেষ দিন ছিল আজ। স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply