ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় তাঁদের মধ্যে আলোচনা হয়।
আজ বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর ডিএমপির সদর দপ্তরে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন পিটার হাস।
ডিএমপির একটি সূত্র জানায়, জঙ্গি দমন থেকে শুরু করে চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে, আগামীতে কীভাবে কাজ করবে—এসব বিষয় তাঁদের আলোচনায় উঠে আসে।
সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply