ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভা আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বর্ধিত সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়াও বর্ধিত সভায় সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায় ও শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন ও গোলাম সরোয়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মির্জা আজম বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আমাদেরকে ইস্পাত কঠিন সূদৃঢ় ঐক্য গঠন করে রাজপথে থেকে এ অপশক্তিকে প্রতিহত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রাখতে হবে।
Leave a Reply