এশিয়া কাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে তানজিদ হাসান তামিমের পর উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফিরলেন মোহাম্মদ নাঈম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ ওভারে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান।
বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। তাকে সঙ্গে নিয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ নাঈম। তবে নিজের অভিষেক রাঙাতে পারেননি তামিম। দুই বল মোকাবিলা করে রানা খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি।
ম্যাচের দ্বিতীয় ওভারে মাহেশ থিকশানার ফুল লেংথের বলটি ডিফেন্স করেন তামিম। তবে বলটি ব্যাটে আসার আগেই তার প্যাডে আঘাত করে। এতে লেগ বিফরের ফাঁদে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন এ বাঁ-হাতি ব্যাটার।
তামিমের বিদায়ে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। নাঈমকে সঙ্গে নিয়ে ২১ রানে জুটি গড়েন তিনি। কিন্তু ম্যাচের ৮তম ওভারের দ্বিতীয় বলে ধনঞ্জয়া ডি সিলভার বলে নিশানকার তালুবন্দী হন নাঈম। এতে ১৬ রানেই থামতে হয় তাকে।
এরপর বাইশ গজে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। তবে শান্তকে সঙ্গে নিয়ে বাইশ গজে লড়াই করছেন টাইগার দলপতি।
বর্তমানে সাকিব ৫ ও ১২ রানে ব্যাটিং করছেন শান্ত।
Leave a Reply