এশিয়া কাপে সবচেয়ে বেশি ধকল গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। চারটি ম্যাচ খেলতে দলকে ভ্রমণ করতে হয়েছে তিনটি দেশ। দশ দিনের ব্যবধানে এই ম্যাচগুলো খেলার পর সুপার ফোরের শেষ ম্যাচের আগে ৫ দিনের বিরতি পেয়েছেন ক্রিকেটাররা।
ধকল কাটিয়ে ফুরফুরে রূপে ফেরার জন্য তিন দিনের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। এই বিশ্রামের সময় হোটেলে জিম-পুল সেশনসহ রিহ্যাব চলবে। গরমের মধ্যে টানা খেলার ফলে কয়েকজন ছোটখাটো ইনজুরিতে ভুগছেন। এ সময় তাদের নিয়ে কাজ করবেন ফিজিও।
দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট। ১৩ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে দল। একই দিন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমেরও যোগ দেয়ার কথা রয়েছে। তারা আজ (রোববার) ছুটি কাটানোর উদ্দেশ্য কলম্বো ত্যাগ করেন।
Leave a Reply