দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদন : লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নাট্য নির্মাতা সাখাওয়াৎ হোসেন মানিক দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ থেকে দূরে ছিলেন । নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে সবাইকে কাঁদিয়ে অকাল মৃত্যুকে বরণ করলেন এই নির্মাতা।শনিবার রাত সাড়ে ৮,৩০ মিনিটের দিকে নিজ বাড়ী পাবনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গনমাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডসের সাধারন সম্পাদক ও নির্মাতা এস এস কামরুজ্জামান সাগর। মাত্র ৩৭ বছর বয়সে ‘মেঘে ঢাকা শহর’এর নির্মাতা না ফেরার দেশে পাড়ি জমালেন।
কামরুজ্জামান সাগর গনমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে সাখাওয়াৎ হোসেন মানিক হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। চলতি মাসের ১ তারিখে তাঁকে বিশ্রামের জন্য গ্রামের বাড়ি পাবনায় বেড়ায় পাঠানো হয়। শনিবার রাতে বেড়া উপজেলার নতুন প্যাচাকুলা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিক।পরিবারের বরাত দিয়ে এস এম কামরুজ্জামান সাগর জানান, রবিবার বাদ জোহর পারিবারিক গোরস্থানে সাখাওয়াৎ হোসেন মানিকের দাফন সম্পন্ন হবে।
সাখাওয়াৎ হোসেন মানিক নিয়মিত নাটক নির্মাণ করতেন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ ছাড়াও শতাধিক খণ্ড নাটক নির্মাণ করেছেন। মানিকের নির্মিত উল্লেখযোগ্য একক নাটকগুলো- আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইড, আকাশ গঙ্গ,ফিপটি ফিপটি শেয়ার,মাগো আমি বিদেশ যাবো,একদিন চাকুরী হবে,কেন মিছে নক্ষত্রেরা।
তরুণ এই নির্মাতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তারকারা শোক প্রকাশ করছেন। এক বিবৃতিতে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সাখাওয়াৎ হোসেন মানিকের মৃত্যুতে শোক জানিয়েছে।
Leave a Reply