মঙ্গলবার ২৯ আগষ্ট ২০২৩
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা,
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র।
২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা ঃ ২,১১,২০,২৯।
শুভ গ্রহ ও বার ঃ সোম ও বুধ।
শুভ রতœ ঃ পান্না ও মুক্তা।
আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ আপনার জন্য সবুজ ও সাদা বর্ণ সৌভাগ্য বয়ে আনবে ।
জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভক্ষণ সকাল: ৮:২২-১০:৫০, দুপুর: ১:১৬-২:৫৫ বিকাল: ৩:৪৪-৫:১৩, রাত: ৯:২০-১১:৪০, ২:০০-৩:৩৫ এর মধ্যে।
চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। তিথি বিবেচনায় দুপুর: ১:২১ পর্যন্ত ১৩শী পরে ১৪শী তিথি চলবে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকল বয়সিদের দুপুর: ১:২১ পর্যন্ত বেগুণ পরে মাষকলাইর ডাল খাওয়া ঠিক নয়।
মেষ রাশি (২১মার্চ – ২০এপ্রিল) ঃ দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির। প্রভাবশালী কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হবে। সাঙ্গঠনিক ও সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ আজ ভাগ্য উন্নতির চেষ্টায় সফলতার দিন। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে সফল হওয়ার দিন। আমদানী রপ্তাণী বাণিজ্যে সফল হতে পারবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ ব্যাংকার ও বীমা এজেন্টদের আজ ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে হটাৎ করেই কিছু অর্থ প্রয়োজন হবে। আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজে না যাওয়াই ভালো। ব্যবসায়ীক শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে কিছু অর্থ ব্যয় হবে। বন্ধকি সম্পত্তি উদ্ধারের চেষ্টা সফল হবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ দিনটি ব্যবসায়ীক কাজে অগ্রগতির। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। দাম্পত্য জীবনে চলতে থাকা জটিলতা কেটে যাবে। পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আত্মীয়দের সাহায্য পাবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট) ঃ আজ কর্মক্ষেত্রে সফল হতে সকলের সাহায্য প্রয়োজন হবে। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে পারলে অবশ্যই আজ নিজের উদ্দেশ্য সাধনে সফল হবেন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) ঃ অভিনয় ও সঙ্গীত শিল্পীদের দিনটি শুভ সম্ভাবনাময়। আজ সম্মান ও অর্থ বৃদ্ধি পাবে। পারিবারিক সঙ্কটে প্রিয়জনের সাহায্য পাওয়া যাবে। গৃহস্থালী জীবনে সন্তানের সাহায্য পাওয়া যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) ঃ আজকের দিনটি প্রত্যাশা পূরণের। পরিকল্পিত কাজে কিছু বাধা আসলেও দিনের শেষে সাফল্য আসবে। পারিবারিক কাজে মায়ের সাহায্য পাওয়া যাবে। সাংসারিক প্রয়োজনে কিছু কেনাকাটা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) ঃ আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সাফল্য লাভের। বিদেশ থেকে কিছু অর্থ পেতে পারেন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায় ভালো রোজগারের আশা। বস্ত্র ও আইএসপি ব্যবসায় আজ সাফলতা।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। ব্যবসায়ীক কাজে ধন রোজগার হবে। আজ ধারের টাকা আদায়ের কারনে সঞ্চয়ে অগ্রগতি হবে। হোটেল রেস্তোরা ও খাদ্য ব্যবসায় ভালো রোজগার হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি) ঃ আজকের দিনটি কর্মজীবনে সাফল্য লাভের। ইঞ্জিনিয়ার ও চিকিৎসকদের কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ব্যক্তিজীবনে সাফল্য লাভের আশা। হারানো সম্মান ফিরে আসবে। ব্যবসায়ীক কাজের নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি) ঃ দিনটি ব্যয় বহুল হবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। পরিবহন ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগারের দিন। সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ আজ বড় ভাই বোনের সাহায্য পাবেন। ব্যবসায়ীদের বাড়তি আয় রোজগার হবে। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায়ের যোগ। ঠিকাদারী কাজে ব্যস্ত হতে পারেন।
Leave a Reply