নিজস্ব প্রতিবেদক : দোল উৎসবে আবির খেলায় মাতলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। একে অন্যকে রাঙিয়ে দিলেন নানান রঙে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে ছিলো দোল উৎসবের আয়োজন। এছাড়া বাসা-বাড়ি ও পাড়া মহল্লায় রঙ খেলায় মেতে ওঠেন অনেকে। দোল উৎসবে অংশ নেন বিদেশি অতিথিরাও।
বৃন্দাবনে রাধার সঙ্গে রংয়ের খেলায় মেতেছিলেন শ্রী কৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটি রূপ নিয়েছে দোল পূণিমায়। সেই স্মৃতি মনে করেই ভক্তদের আবির খেলায় মেতে উঠা।
দোল উৎসব এখন অনেকটা সার্বজনীন। আবিরে আবিরে ছেয়ে যাওয়া চারপাশ জানান দেয় অসাম্প্রদায়িক চেতনার। জানান দেয় বাঙালির উৎসব প্রিয়তারও।
হৈ-হুল্লোড় করে রঙ ছিটিয়ে কেউ কেউ মেতে উঠেন উৎসবে। কেউবা আপনজনকে কোমল হাতে মেখে দেন রঙিন আবিরের ছোঁয়া।
সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা ও নানা আচারের মধ্য দিয়ে শুরু হয় এবারের দোল উৎসব। জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।
দোল উৎসবে বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। দোল উৎসব শুধুু নির্দিষ্ট একটি ধর্মের নয়, এই আনন্দ সকলের এমনটাই বলছেন ভক্তরা।
Leave a Reply