পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
মঙ্গলবার রাতে বান্দরবানের রাজার মাঠে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহতী ধর্মসভায় তিনি এ মন্তব্য করেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের জন্য কাজ করেছে এবং তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। আর সব ধর্মের উৎসবগুলো যাতে সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন হয় সেজন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
পার্বত্যমন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি অটুট রাখা এবং সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছ। আগামীতেও সবার কল্যাণে কাজ করে যাবে।
মহতী ধর্মসভায় বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশের সভাপতিত্বে বান্দরবানের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply