নাটোর-৪ আসনের সদ্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আব্দুল কুদ্দুসের আসনে উপ-নির্বাচনের ভোট আগামী ১১ অক্টোবর ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বৈঠকে ২০২৩ সালের আইন অনুযায়ী যারা ভোটার হতে পারেনি, তাদের মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন। সর্বশেষ তিনি নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং দ্বিতীয় বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
Leave a Reply