মাত্র কয়েক দিন আগেও পাকিস্তানের পেস বোলিং ইউনিট ছিল বিপক্ষ দলের জন্য গলার কাঁটা। এশিয়া কাপের শুরুতেও পাকিস্তানের পেস অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা ছিল প্রতিপক্ষ শিবিরে। কিন্তু দলের মূল দুই পেসার পড়েছেন ইনজুরিতে, দলও উঠতে পারেনি ফাইনালে।
এবার মিলল আরও এক দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত তরুণ পেসার নাসিম শাহ। চোটে পড়া আরেক পেসার হারিস রউফ বিশ্বকাপের আগে সেরে ওঠার কথা থাকলেও নাসিমকে বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাবরকে প্রশ্ন করা হয় চোটগ্রস্ত ক্রিকেটারদের নিয়ে। এ সময় তিনি জানান, নাসিম বিশ্বকাপের শুরুতে নাও খেলতে পারেন।
হারিসেরও অবস্থা তেমন খারাপ নয়। তাই শুধু একটু সাইড স্ট্রেইন। সে বিশ্বকাপের আগে সেরে উঠবে। নাসিমও… তবে হয়তো কিছু ম্যাচ হাতছাড়া করবে। আমি জানি না কতদিন লাগবে ঠিক হতে। আমার ধারণা, বিশ্বকাপের শেষের দিকে নাসিম থাকবে। দেখা যাক।
২০ বছর বয়সি নাসিম ক্যারিয়ারের শুরু থেকেই লড়ছেন চোটের সঙ্গে। মাত্র ১৭ বছর বয়সে অভিষেকের পর পরই পিঠের ইঞ্জুরিতে ভোগেন তিনি। এ জন্য ১৪ মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল তাকে। মাঠে ফেরার মাসখানেক পর কাঁধের ইঞ্জুরিতে আবারও ছিটকে যান মাঠের বাইরে।
Leave a Reply