এশিয়া কাপটা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সুপার ফোর পর্বে পাকিস্তানের কাছে ধরাশায়ী হওয়ার পর এবার শ্রীলংকার কাছেও ২১ রানে হেরেছে বাংলাদেশ।
ফাইনাল খেলার পথটা এখন কন্টকাকীর্ণ হয়ে গেল টাইগারদের জন্য। লংকানদের কাছেও হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে ২৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। পরে জবাব দিতে নেমে শুরুর এবং শেষের সময়ের দুর্দশায় ভুগেছে বাংলাদেশ। মাঝে তাওহীদ হৃদয় একা লড়াই চালিয়ে গেলেও লাভের লাভ কিছু হয়নি। এশিয়া কাপ শেষে ঘরের মাঠে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।
বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার আভাস দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, অবশ্যই (অনেককে বাজিয়ে) দেখার সুযোগ আছে। স্কোয়াড দেওয়ার ডেইট ২৬/২৭ তারিখে। এর আগে আমরা কিছু (ক্রিকেটারকে) ট্রাই করব, ২-৩ ম্যাচ সুযোগ আছে। ফলে যদি ১-২ জনকে পেয়ে যাই যারা দলে ফিট করবে তা হলে দলের জন্য ভালো হবে।
সেই সিরিজে অভিজ্ঞদের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, সবারই সুযোগ আছে। আসলে যারা এশিয়া কাপে খেলছে, তারা হয়তো বিশ্রামে থাকবে।
কারণ অনেক বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। আমাদের ইঞ্জুরি এফোর্ড করার মতো বেঞ্চ শক্তি নেই। আমাদের জন্য জরুরি যে, আমাদের ক্রিকেটাররা যেন সবাই ফিট থাকে। এখন আমাদের এবাদত (হোসেন চৌধুরী) নাই। এই চারজনের পর কিন্তু বোলিং শক্তি কম। তারা যেন ফিট থাকে আমি চাইব।’
এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের ব্যাট বলের লড়াই
Leave a Reply