পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও বাজারে তার ব্যবহার বন্ধ হয়নি। রাজধানীর সুপারশপগুলোতে বিকল্প ব্যাগ ব্যবহার হলেও কাঁচাবাজার থেকে মুদি দোকান – সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। বিক্রেতারা বলছেন উৎপদন বন্ধ না হলে পলিথিন ব্যবহার বন্ধ সম্ভব নয়। পাশাপাশি বিকল্প সহজলভ্য কোন ব্যাগ বাজারে না থাকায় পলিথিন বন্ধের উদ্যোগ সফল হবে না বলে মনে করেন সাধারণ মানুষ।
মহাখালী কাঁচা বাজারে ঢুকতেই সাইনবোর্ড দেয়া পলিথিন ব্যবহার নিষিদ্ধ, কিন্তু নির্দেশনা ওই সাইনবোর্ড পর্যন্তই, প্রায় সবার হাতে হাতে পলিথিনের ব্যাগ। সারাদেশে গেলো পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকার নিষেধাজ্ঞা দিলেও, তা মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই।
রাজধানীর কাঁচাবাজার, মুদি দোকান সব জায়গায় সয়লাব পলিথিন ব্যাগের। কাঁচাবাজারে পলিথিন ছাড়া যেন চলেই না ক্রেতা বিক্রেতার। বিক্রেতারা বলছেন পলিথিনের বিকল্প সহজলভ্য কোন ব্যাগ এখনো বাজারে নেই। তাই বাধ্য হয়ে পলিথিনের ব্যাগ ব্যবহার করা হচ্ছে বলে জানান তারা।
পলিথিন উৎপাদন বন্ধ না করে বাজারগুলোতে অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তবে পহেলা অক্টোবর থেকে সুপার শপগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার। বিকল্প হিসেবে চটের ব্যাগ ও কাগজের ঠোঙ্গা ব্যবহরা করা হচ্ছে বলে জানান সুপারশপ কর্তৃপক্ষ।
সুপারশপে পলিথিনের বিকল্প ব্যবহারে পরিবর্তন আনা সম্ভব হলেও, কাঁচাবাজারগুলোর পরিস্থিতি পাল্টানো বেশ কঠিন। এ ব্যাপারে সচেতনার বিকল্প নেই বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা।
Leave a Reply