এশিয়া কাপ থেকে পাকিস্তানের বিদায় মানতে বেশ কষ্ট হচ্ছে দেশটির সাবেক ক্রিকেটারদের। এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শোয়েব আখতার, রমিজ রাজা, শহিদ আফ্রিদিরা।
বিশেষ করে ফেভারিট হিসেবে এশিয়া কাপ খেলতে এসে বাবর আজমদের লজ্জাজনক হারে বিদায় হয়ে যাওয়া যেন মানতেই পারছেন না তারা।এবার পাকিস্তানের বিদায় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরামও।
তবে অন্যদের মতো ওয়াসিম ক্ষোভ বা রাগের কথা বলেননি। কিংবদন্তি ফাস্ট বোলার নিজের হতাশা কমাতে অন্য ব্যবস্থা নিয়েছেন। জিমে গিয়ে ঘাম ঝরিয়েই হতাশা কমানোর কথা বলেছেন সর্বকালের অন্যতম সেরা এ ফাস্ট বোলার।
ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের ব্যায়াম করার ছবি দেন ওয়াসিম। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গতকালের ম্যাচের পর জিমে নিজেদের হতাশা ঝেড়েছেন?’
ওয়াসিমের এই পোস্টের নিচে অনেকেই মজার সব মন্তব্য করেছেন।
পাকিস্তানি ধারাভাষ্যকার ও উপস্থাপক জয়নব আব্বাস লিখেছেন, ‘গতকালের পর বিছানা ছাড়ার জন্য ভালো উৎসাহ দিলেন। ধন্যবাদ ওয়াসিম ভাই।’
ভারতীয় ক্রীড়া লেখক টি সতীশ আবার অদ্ভুত এক আবদার করেছেন। তিনি লিখেছেন, ‘নাসিমের বিকল্প হিসেবে আপনি চলে আসুন।
সেই পোস্টের নিচে নানা ধরনের মন্তব্য করেছেন ভক্তরাও। কেউ কেউ ওয়াসিম-ওয়াকারের মতো বোলার না থাকা নিয়ে আক্ষেপও করেছেন। এমনকি প্রসঙ্গের বাইরে গিয়ে একজন তো ওয়াসিমকে সিনেমায় দেখার ইচ্ছার কথাও বলেছেন। এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর দেননি কিংবদন্তি এ পেসার।
তবে ওয়াসিমের মতো এত অল্প কথায় সারেননি শোয়েব-রমিজরা। শোয়েব তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না।’
অন্যদিকে রমিজ রাজাও তার ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘বাবর আজমের ওপর এখন চাপ আছে; সেটা নেতৃত্বের এবং রান করারও। এ ধরনের উইকেটে সে বেশ বাজে খেলছে। আর ম্যাচ হারলে নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে।
Leave a Reply