চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। ১০ ওভারে জুটিতে ৬১ পূর্ণ হওয়ার পর হাত খুলে খেলেন অধিনায়ক রোহিত শর্মাও। শুভমান গিল ৩৮ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ফিফটি পূর্ণ করেন।
একটা পর্যায়ে ২৪ বলে রোহিতের সংগ্রহ ছিল ১০ রান। আর শুভমান গিলের সংগ্রহ ছিল ৩০ বলে ৪১ রান। তখন ভারতের দলীয় সংগ্রহ ছিল ৫৩ রান।
এরপর হাত খুলে খেলার চেষ্টা করেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩.৪ ওভারে জুটিতে ১০৩ রান পূর্ণ করেন রোহিত-শুভমান। তখন গিলের সংগ্রহ ৪৩ বলে ১০ বাউন্ডারিতে ৫২ রান। আর রোহিতের সংগ্রহ ৪১ বলে ৫টি চার আর তিন ছক্কায় ৪১ রান।
এরিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৬ ওভারে ১১৮ রান। ৫৫ ও ৫৬ রানে ব্যাট করছেন শুভমান গিল ও রোহিত শর্মা।
Leave a Reply