এশিয়া কাপে নিরাপত্তার ভার উঠেছে পাকিস্তান আর্মি ও পাঞ্জাব রেঞ্জার্সের কাঁধে। ২৭ আগস্ট থেকে জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা, যা বলবৎ থাকবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ম্যাচ চলাকালীন শহর জুড়ে ৭ হাজারের বেশি নিরাপত্তা কর্মী ছাড়াও স্পেশাল কমান্ডো ফোর্সও থাকবে মাঠের আশপাশে। এবারের আসরে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস পাকিস্তান প্রশাসনের।
৩ মার্চ ২০০৯, পাকিস্তান ক্রিকেট ইতিহাসের একটা কলঙ্কময় দিন। লাহোরে সেদিন শ্রীলঙ্কা ক্রিকেট টিম বাসে হঠাৎ সন্ত্রাসী হামলা হয়েছিল। স্তব্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানসহ পুরো ক্রিকেট দুনিয়া। সেদিনের ঐ ঘটনার পর থেকে পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক খেলা। এমনকি ২০১১ সালে বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার সুযোগটাও হারায় তারা।
Leave a Reply