এশিয়া কাপের সুপার ফোরে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খারাপ আবহাওয়ার কারণে এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়।
তবে গ্রুপ পর্বের মত সুপার ফোরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। দু‘দলের গ্রুপ পর্বের ম্যাচও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তাই সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ দিন রাখা হয়েছে সোমবার। তবু আকাশের দিকে তাকিয়ে রয়েছে দুই শিবির। তাকিয়ে রয়েছেন আয়োজকেরাও।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলম্বোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ৯০ শতাংশ। সারা দিন বজ্রসহ প্রবল বৃষ্টি হতে পারে। তবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার।
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়, এ ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্বান্ত নেয় এসিসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনো কারণে পরের দিন খেলা হয়, তবে নির্ধারিত দিন যতটুকু খেলা হয়েছে, সেখান থেকে রির্জাভ ডে’তে শুরু হবে।
Leave a Reply