ফরিদপুরের মধুখালীতে বিস্ফোরক মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী। এর আগে, গত ৩১ জুলাই বিস্ফোরক আইনে মামলাটি করেন মধুখালী থানার এসআই অজয় বালা।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির কোশাধ্যক্ষ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কনক হাসান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল কুমার রায়, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা, কেন্দ্রীয় যুবদলের সদস্য জয়দেব রায়, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জি এস শরৎ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক ইকবাল বিশ্বাস, পৌর ছাত্রদল সদস্য সচিব মো. রেদোয়ান আবেদীন, কামালদিয়া ইউপি বিএনপি সভাপতি মো. কামাল উদ্দিন, মেঘচামী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, রায়পুর ছাত্রদলের সভাপতি টারজান মিয়া এবং বিএনপি কর্মী সয়েল আহমেদ, মাহাবুব তালুকদার ও পীষূষ মিত্র।
আদালত অসুস্থতা ও বয়স বিবেচনায় মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, আরেফিন সাদ্দাম ও ইলিয়াস বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বিএনপির ২১ নেতাকর্মী জামিন আবেদন করেন। এরমধ্যে পাঁচজনের জামিন এবং ১৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Leave a Reply