দৈনিক শিক্ষা নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতির জনকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সহসভাপতি অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, জবি নীলদলের একাংশের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. নাফিস উপস্থিত ছিলেন। এছাড়া ড. মো. সেলিম, অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিনিয়র শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য ড. কাজী সাইফুদ্দীন বলেন, আমি এতদিন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলাম। সেখানে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়ে খুব রোমাঞ্চিত অনুভব করছি। আমি বিশ্বের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছি। এছাড়া পাঁচটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি। সেখানে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমিও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার স্বপ্ন দেখতাম। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমি আমার স্বপ্ন, আমার কল্পনাকে বাস্তবায়ন করতে চাই। জাতির জনকের নামে প্রতিষ্ঠিত নতুন এই বিশ্ববিদ্যালয়কে আমার আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে নিজের হাতে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়ায় আমি আরও বেশি আনন্দিত। কারণ, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। এতগুলো বিশ্ববিদ্যালয়ও হতো না। তাই বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়কে নিজ হাতে গড়ার দায়িত্ব পাওয়ায় আমি অনেক বেশি আনন্দিত, উদ্বেলিত ও কৃতজ্ঞ।
Leave a Reply