মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীদের চলমান ৪ দফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চার দফা দাবির স্বপক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সদস্য মীর মোহাম্মদ জুবায়ের। এ সময় সংগঠনের সদস্য মশিউর মৃধা, সাজ্জাদ হোসেন ও শাহিন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের ৪ দফা আদায় না হলে ১৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য বোর্ড ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।
Leave a Reply