বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলিচাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক মো. আজগর আলী হাওলাদার নিহত হন।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply