এশিয়া কাপের মাঝে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে পেস তারকা শাহিন শাহ আফ্রিদির ঝামেলার গুঞ্জন ছড়িয়েছিল। এশিয়া কাপে শ্রীলংকার কাছে সুপার ফোরের ম্যাচে পরাজয়ের পর নাকি অধিনায়ক বাবর আজমের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন শাহিন আফ্রিদি। এ ঘটনায় বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছিল।
তবে ক্রিকেটারদের কেউই বিষয়টি নিয়ে এর আগে মুখ খোলেননি। এবার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) বার্তা দিয়েছেন শাহিন আফ্রিদি।যেখানে বাবরের সঙ্গে কোনো ঝামেলা নেই বলে ইঙ্গিত দিয়েছেন এই গতিতারকা।
আগে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীলংকার বিপক্ষে হারের পর দলীয় বৈঠকে অধিনায়ক বাবর বলেছেন, তার দলের খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছেন না। এমন উক্তি সহ্য হয়নি সতীর্থ শাহিন আফ্রিদির। তার জবাবে এই পেসার বলেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও।’
যার জবাবটা বাবর দিয়েছেন এভাবে, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!’ দুজনের এই বিতণ্ডা থামান উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
এটি বর্তমানে পাকিস্তানের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। যদিও সংশ্লিষ্ট ক্রিকেটার ও পাক টিম ম্যানেজমেন্টের কেউই বিষয়টি বিষয়টি স্বীকার করেননি।
এরপর মঙ্গলবার শাহিন আফ্রিদি অধিনায়ক বাবরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লাভ ইমোজির সঙ্গে লিখেছেন, ‘ফ্যামিলি’।
ওই ছবিতে দুজনের হাতেই রয়েছে কফির মগ আর সামনে টেবিলে রাখা দাবার বোর্ড। এর মধ্য দিয়ে পাকিস্তানের ড্রেসিংরুমের অভ্যন্তরীণ ঝামেলা সাময়িকভাবে মিটে গেছে বলে মনে করছেন অনেকে। সমর্থকরাও কমেন্ট বক্সে শাহিনের প্রশংসা করছেন।
Leave a Reply