দৈনিক শিক্ষা নিউজ অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌর শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে নুরজাহান আক্তারকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার (০৫ নভেম্বর) উপজেলার পৌরসভার হল রুমে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফ, প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন।
কমিটি ঘোষণার পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মনির খান ইমন নবনির্বাচিত পৌরশাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
Leave a Reply