চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ (আইস) পাঁচজনকে আটক করেছে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ দল।
বুধবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজিবি ৮–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ঐ সময় গাড়িটির মালামাল রাখার ক্যারিয়ারে রাখা একটি হাত ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো এক কেজি ৮০ গ্রাম ওজনের এক প্যাকেট ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক পাঁচ কোটি ৪০ লাখ টাকা।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়িত্বশীলদের উপস্থিতিতে এ মাদক শনাক্ত করা হয়। মাদকের প্যাকেটটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply