দৈনিক শিক্ষা নিউজ আহমেদ সাব্বির রোমিও : দীর্ঘ দিন পরে আবারো জুটি বেঁধে একসাথে ক্যামেরার সামনে আসলেন চিত্রনায়ক সাইফ খান ও চিত্র নায়িকা নিপুন। ঢাকার উত্তরায় একটি শুটিং হাউজে চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ নির্মান করলেন ইস্টান টিউব ও ইস্টান এল ই ডি বাল্ব এর বিজ্ঞাপন। যেখানে মডেল হিসেবে একসাথে হলেন নিপুন আক্তার ও সাইফ খান | চমৎকার একটি জিঙ্গেলের সাথে তারা মডেল হিসেবে ক্যামেরার সামনে আসেন এই বিজ্ঞাপনটিতে | উল্লেখ্য, সাইফ খান এর প্রথম সিনেমা “বন্ধু মায়া লাগাইছে” তে সাঈফের বিপরীতে নায়িকা ছিলেন নিপুন আক্তার | অনেক দিন পর প্রথম নায়িকা নিপুনের সাথে কাজ করেতে গিয়ে সাইফ খান ফিরে যান তার অতীত স্মৃতিতে। সাইফ বলেন, একজন কো-আর্টিস্ট হিসেবে নিপুন মনেভাব, সহযোগীতা সবসময় প্রশংসনীয়। এদিকে পরিচালক সূত্রে জানা যায়, খুব দ্রুতই এডিটিং, কালার সহ বাকি কাজ শেষ করে বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে |
Leave a Reply