দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদন : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দু’দিন হওয়ায় নতুন সময়সূচি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এই আদেশ জারি করা হয়।
দুই শিফটের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর প্রতি শিফটে ১৫ মিনিটের সমাবেশ, ৩০ মিনিটের বিরতিসহ ৫ ঘণ্টা ৫ মিনিট ক্লাস চলবে। প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত চলবে। আর ১২টা ২০ মিনিট থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফটের ক্লাস চলবে। এক শিফটের প্রতিষ্ঠানে প্রতি পিরিয়ড চলবে ৪৫ মিনিট। আর দুই শিফটের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে প্রথম পিরিয়ড চলবে ৪৫ মিনিট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পিরিয়ড চলবে ৪০ মিনিট। আর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পিরিয়ড চলবে ৩৫ মিনিট করে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পিরিয়ড হবে ৫০ মিনিটের। বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে সব বিষয়ে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য তিনটি ক্লাস হবে। আর ঐচ্ছিক বিষয়ের জন্য সপ্তাহে ৫টি ক্লাস হবে। শিক্ষার্থীদের সপ্তাহে মোট ৩৩টি ক্লাস করতে হবে।
Leave a Reply