সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। যেখানে এক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়, অন্যটিতে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নেন রোহিত-কোহলিরা।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের নকআউট পর্বেও দেখা হতে পারে এ দুই দলের।
মূলত বিশ্বকাপের জন্য নির্ধারিত প্রস্ততি ম্যাচে ভারতের হায়দরাবাদে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। এ ম্যাচে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। ফলে বিশ্বকাপের আগে দুই দলের নির্ধারিত প্রস্তুতি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিল হায়দরাবাদ প্রশাসন।
আইসিসির মেগা আসরটি শুরুর আগমুহূর্তে সেই আবেদনে রাজি হয়নি বিসিসিআই ও আইসিসি। ফলে ওই ভেন্যুতেই হতে যাচ্ছে প্রস্তুতি ম্যাচটি। তবে ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শক উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। যার কারণে ম্যাচটি হবে দর্শকশূন্য।
এই তথ্য নিশ্চিত করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। আগামী ২৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। তার আগের দিন (২৮ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ‘গণেশ বিসর্জন’ এবং মুসলিমদের ‘ঈদে মিলাদুন-নবী’ অনুষ্ঠান রয়েছে। সে কারণে ম্যাচটিতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল হায়দরাবাদ পুলিশ।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রস্ততি ম্যাচ খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। এই ম্যাচের সব টিকিট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’
Leave a Reply